খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
নিম পাতা আমাদের দেশের একটি পরিচিত ও উপকারী প্রাকৃতিক ওষুধ। গ্রামে-গঞ্জে বহু
বছর ধরে মানুষ বিভিন্ন রোগের জন্য নিম পাতা ব্যবহার করে আসছে। আধুনিক যুগে অনেক
দামি ওষুধ থাকলেও প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য নিম পাতার গুরুত্ব এখনো কমেনি।
নিম পাতা খেলে শরীর ভালো থাকে।
নিম পাতার এমন কিছু গুণ আছে যা শরীরের ভেতরের ময়লা পরিষ্কার করে এবং নানা রোগ
থেকে রক্ষা করে। তবে উপকার পেতে হলে নিম পাতা কীভাবে ও কখন খেতে হয়, সেটা জানা
খুব জরুরি। কারণ সঠিক নিয়মে না খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে, তাই নিয়ম
জানা জরুরি।
পেজ সূচিপত্রঃ খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
- নিম পাতা খাওয়ার নিয়ম
- খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
- ত্বকের জন্য নিম পাতার ব্যবহার
- সকালে নিম পাতা খাওয়ার উপকারিতা
- রক্ত পরিষ্কার করতে নিম পাতার ব্যবহার
- চুল পড়া কমাতে নিম পাতার ব্যবহার
- ব্রণ দূর করতে নিম পাতার ব্যবহার
- নিম পাতা ব্যবহারে বিশেষ সতর্কতা
- লেখকের কথা
নিম পাতা খাওয়ার নিয়ম
নিম পাতা প্রাকৃতিক ঔষধি গুণে ভরপুর একটি উপাদান, যা আমাদের শরীরের নানা
সমস্যায় উপকার করে। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও গ্রামীণ চিকিৎসায় নিম পাতার
ব্যবহার চলে আসছে। বিশেষ করে রক্ত পরিষ্কার, ত্বকের সমস্যা দূর করা এবং রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিম পাতা অত্যন্ত কার্যকর। নিম পাতা খাওয়ার সবচেয়ে ভালো
সময় হলো সকালে খালি পেটে। প্রতিদিন ৫,৭টি কচি নিম পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে
খাওয়া। যারা তিতা সহ্য করতে পারেন না, তারা অল্প পানির সাথে বেটে রস করে খেতে
পারেন। সপ্তাহে ৩,৪ দিন নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায়।
নিম পাতা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ
করার পর ৫–৭টি কচি নিম পাতা ধুয়ে চিবিয়ে খাওয়া উচিত। কিন্তু আপনি চাইলে
পাতাগুলো গুঁড়া করে অল্প পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। শুরুতে অল্প পরিমাণে
খাওয়া ভালো এবং ধীরে ধীরে পরিমাণ বৃদ্ধি করা যায়। সপ্তাহে ৩,৪ দিন নিয়মিত খেলে
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্ত পরিচ্ছন্নতা বাড়বে। আপনি সঠিক নিয়মে খেলে
নিম পাতা আপনার শরীরের জন্য খুবই উপকারী হবে।
খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
নিম পাতার রস প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। বিশেষ
করে খালি পেটে নিম পাতার রস খাওয়া স্বাস্থ্য জন্য উপকারী বলে মনে করা হয়। এটি
শরীরের টক্সিন বের করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম
শক্তি উন্নত করে। কিছু গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত নিম পাতার রস খেলে রক্তে
সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং লিভারের কার্যকারিতা ভালো থাকে। তাছাড়া,
এটি ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী।
নিম পাতার রস খাওয়ার সঠিক উপায় হল সকালে খালি পেটে ৫–১০টি তাজা নিম পাতা
ধুয়ে গ্রাইন্ড করে রস তৈরি করা। রসের স্বাদ তিক্ত হওয়ায় প্রথমে অল্প করে
খাওয়া। যাদের কিডনির সমস্যা বা অন্যান্য গুরুতর রোগ আছে, তাদের জন্য ডাক্তারের
পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত ব্যবহারে এটি শরীরকে ক্লিন ও সতেজ রাখে,
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে।
ত্বকের জন্য নিম পাতার ব্যবহার
ত্বক সুন্দর ও সুস্থ রাখতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার বর্তমানে অনেক বেশি
জনপ্রিয়। নিম পাতা আমাদের দেশে সহজলভ্য একটি ভেষজ উপাদান, যা প্রাচীনকাল থেকেই
ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহৃত হয়ে আসছে। নিম পাতায় থাকা
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ ত্বকের ক্ষতিকর জীবাণু দূর করতে
সাহায্য করে। এটি ব্রণ, ফুসকুড়ি, চুলকানি ও কমাতে সাহায্য করে থাকে। নিয়মিত নিম
পাতার ব্যবহার ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে নিম
পাতা নিয়মিত নিমপাতা ব্যবহার করুন।
ত্বকের যত্নে নিম পাতা বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। তাজা নিম পাতা ভালোভাবে
বেটে ফেসপ্যাক হিসেবে মুখে ব্যবহার করলে ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। নিম
পাতার পানি ফুটিয়ে তা ঠান্ডা করে মুখ ধুলে ত্বক পরিষ্কার থাকে এবং জীবাণুর
সংক্রমণ কমে। গোসলের পানিতে নিম পাতা ব্যবহার করলে শরীরের ত্বকের চুলকানি ও
র্যাশের সমস্যা কমে যায়। এছাড়া নিম পাতার রস সরাসরি ব্রণের ওপর লাগালে দ্রুত
শুকাতে সহায়তা করে। তবে অতিরিক্ত ব্যবহার ত্বক শুষ্ক করে দিতে পারে, তাই
সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।
সকালে নিম পাতা খাওয়ার উপকারিতা
সকালে নিম পাতা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। এটি রক্তকে শুদ্ধ করে এবং শরীর
থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে। নিম পাতা খেলে হজম শক্তি বৃদ্ধি
পায় এবং পেটের সমস্যা গ্যাস্ট্রিক দূর হয়। এটি ত্বককে সুন্দর ও সতেজ রাখে এবং
ব্রণ বা ফুসকুড়ি কমাতে সাহায্য করে। নিয়মিত নিম পাতা খাওয়ার ফলে শরীরের
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিমের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কোষকে
ক্ষয় হতে রক্ষা করে। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
নিম পাতা খাওয়া ডায়াবেটিসের রোগীদের জন্য ভালো।
সকালে নিম পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।তবে মনে রাখতে হবে যে,
অতিরিক্ত নিম পাতা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই পরিমাণ মতো সেবন
করা জরুরি। এবং নিম পাতা খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ
সঠিক নিয়মে না খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।
রক্ত পরিষ্কার করতে নিম পাতার ব্যবহার
রক্ত আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। রক্তের মাধ্যমে শরীরের সব কোষে
অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। কিন্তু অনেক সময় রক্তে বিষাক্ত পদার্থ জমে যায়।
এতে শরীরে অনেক সমস্যা দেয় । রক্ত পরিষ্কার রাখা তাই খুব দরকার। প্রাকৃতিকভাবে
রক্ত পরিষ্কার করার জন্য নিম পাতার ব্যবহার খুব কার্যকর। আয়ুর্বেদেও এটি
রক্তশোধক হিসেবে পরিচিত। নিম পাতায় ব্যাকটেরিয়া নাশক বৈশিষ্ট্য আছে। এটি শরীর
থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে রক্ত সুস্থ থাকে এবং
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
রক্ত পরিষ্কার করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো নিম পাতার রস পান করা। প্রতিদিন
সকালে খালি পেটে ৭ থেকে ১০টি কচি নিম পাতা ভালোভাবে ধুয়ে বেটে রস করে খেতে
পারেন। চাইলে অল্প পানির সাথে মিশিয়ে পান করা যায়। এছাড়া নিম পাতা শুকিয়ে গুঁড়া
করে নিয়মিত অল্প পরিমাণে সেবন করলেও উপকার পাওয়া যায়। নিম পাতার চা তৈরি করেও
রক্ত পরিষ্কারে ব্যবহার করা যায়। এটি শরীরের ভেতরের জীবাণু নষ্ট করে এবং রক্তে
জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে দেয়। নিয়মিত ব্যবহার করলে ব্রণ, ফোঁড়া ও
চর্মরোগ কমে যায়। তবে অতিরিক্ত ব্যবহার না করে পরিমিত মাত্রায় নেওয়াই সবচেয়ে
ভালো।
চুল পড়া কমাতে নিম পাতার ব্যবহার
চুল পড়া বর্তমানে নারী,পুরুষ সবারই একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত
জীবনযাপন, মানসিক চাপ এবং সঠিক পুষ্টির অভাবে চুল দুর্বল হয়ে পড়ে ও ঝরে যায়।
প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে নিম পাতা একটি খুবই পরিচিত ও
কার্যকর উপাদান। আপনি জানলে অবাক হবেন যে বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় নিম
পাতার ব্যবহার চলে আসছে, বিশেষ করে চুল ও ত্বকের সমস্যা নিয়ে। নিম পাতায় রয়েছে
অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। নিম পাতা
চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর করে। এতে চুল পড়া ধীরে ধীরে কমতে শুরু করে।
প্রাকৃতিক হওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। তাই ঘরোয়া উপায়ে চুল পড়া কমাতে
নিম পাতা একটি নিরাপদ ঔষধ।
চুল পড়া কমাতে নিম পাতার ব্যবহার খুবই সহজ ও সাশ্রয়ী। কয়েকটি তাজা নিম পাতা
পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে গোসল করতে ব্যবহার করা যায়। এই পাতা দিয়ে
ফুটানো পনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আবার নিম
পাতা বেটে পেস্ট বানিয়ে মাথার ত্বকে লাগানো যেতে পারে। পেস্টটি ২০,৩০ মিনিট
রেখে ধুয়ে ফেললে খুশকি ও চুল পড়া কমে।
ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করুন। ধৈর্য ধরে ব্যবহার করাই এখানে সবচেয়ে
গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে নিম পাতা কার্যকর একটি সমাধান
হতে পারে আপনার জন্য।
ব্রণ দূর করতে নিম পাতার ব্যবহার
বর্তমান সময়ে ব্রণ একটি খুবই সাধারণ ত্বকের সমস্যা, যা কিশোর-কিশোরী থেকে শুরু
করে প্রাপ্তবয়স্কদের মাঝেও দেখা যায়। অতিরিক্ত তেল, ধুলাবালি, হরমোনের পরিবর্তন
ও অস্বাস্থ্যকর খাবার ব্রণের প্রধান কারণ। এই সমস্যা দূর করতে অনেকে
কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন, যা অনেক সময় ত্বকের ক্ষতি করে।
প্রাকৃতিক উপায়ে ব্রণ দূর করার ক্ষেত্রে নিম পাতা অত্যন্ত কার্যকর একটি উপাদান।
নিম পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা ব্রণ
সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। নিয়মিত
ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়।
ব্রণ দূর করতে নিম পাতার ব্যবহার খুবই সহজ। প্রথমে কিছু তাজা নিম পাতা ভালোভাবে
ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর পাতা গুলো বেটে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি
সরাসরি ব্রণযুক্ত স্থানে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। পরে কুসুম গরম পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার এভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। চাইলে
নিম পাতার রস বা নিম সিদ্ধ পানি দিয়ে মুখ ধোয়া যেতে পারে। এটি ত্বকের জীবাণু
নষ্ট করে। নিয়মিত ব্যবহারে ব্রণ ধীরে ধীরে কমে যায়। পাশাপাশি ত্বক হয় সতেজ ও
স্বাস্থ্যকর। মনে রাখবেন এটি পুরো মুখে ব্যবহার করতে পারবেন না।
নিম পাতা ব্যবহারে বিশেষ সতর্কতা
নিম পাতা প্রাকৃতিক ওষুধ হিসেবে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের সমস্যা,
চুলের যত্ন, রক্ত পরিষ্কার সহ নানা উপকারে নিম পাতার ব্যবহার করা হয়ে থাকে। তবে
প্রাকৃতিক জিনিস যেমন উপকারী, তেমন ভুলভাবে ব্যবহার করাও ক্ষতিকর। অনেকেই
মাত্রা না মেনে বা নিয়ম না জেনে নিম পাতা ব্যবহার করেন। এতে উপকারের বদলে শরীরে
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে দীর্ঘদিন একটানা নিম পাতা সেবন করলে
সমস্যা হতে পারে। তাই নিম পাতা ব্যবহারের আগে এর সতর্কতা জানা অত্যন্ত জরুরি।
নিম পাতা বেশি পরিমাণে খেলে পেট খারাপ, বমি বা ডায়রিয়া হতে পারে। গর্ভবতী
মহিলা ও যেসব মা বুকের দুধ খাওয়ান, তাদের নিম পাতা খাওয়া থেকে উচিত। অনেক দিন
খালি পেটে নিম পাতা খেলে শরীর দুর্বল লাগতে পারে। ত্বকে লাগালে অনেকেরই চুলকানি
বা জ্বালা হতে পারে। তাই আগে অল্প করে পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো অপারেশনের
আগে নিম পাতা খাওয়া বন্ধ রাখুন। অন্য ওষুধ খাওয়ার সময় নিম পাতা একসাথে খেলে
সমস্যা হতে পারে। এজন্য নিয়মিত ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে
নিরাপদ।
লেখকের কথা
নিম গাছ আমাদের দেশে দীর্ঘদিন ধরেই পরিচিত। এর পাতা, ফল এবং ছাল নানা রোগ
প্রতিরোধে কাজে লাগে। বিশেষ করে নিম পাতা শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত নিম
পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের ভেতরের অপ্রয়োজনীয় বা বিষাক্ত
পদার্থ দূর হয়। প্রতিদিন এক বা দুইটি পাতা চিবিয়ে খেলে নানা স্বাস্থ্য সমস্যা
কমাতে সাহায্য করে। তবে ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।
এবং ডাক্তারের কাছে থেকে সবকিছু ভালো করে বুঝে নিবেন।



ডিজিটাল ক্লিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url